বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়ি ও নিজস্ব প্রতিবেদক, মহালছড়ি
জেলার মহালছড়ির চোংড়াছড়ি গ্রামে এক পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকালে নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলো- চোংড়াছড়ি গ্রামের মহালছড়ির কাটিংটিলা এলাকার হাবিবুর রহমানের ছেলে শাহাদাত হোসেন সাজু (২৫) ও চোংড়াছড়ি গ্রামের মেছের আলীর ছেলে টুলু মিয়া (২২)।
এদিকে ঘটনার প্রতিকার চেয়ে রবিবার সকালে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মহিলা। তিনি এজাহারে অভিযোগ করেন, গত ৯ ফেব্রæয়ারি শুক্রবার দুপুরে পাহাড়ি ঝর্ণার কুয়ায় পানি তুলতে গেলে দুই যুবক তাকে ধর্ষণ চেষ্টা করে। পরে চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
ঘটনার প্রতিবাদ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকালে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মারমা স্টুডেন্টস ফোরাম (বিএমএসসি) এর জেলা সহ-সভাপতি চিংসা মারমার সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সাচিং মং, মংসাই মারমা, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা, ছাত্রনেতা কৃপায়ন ত্রিপুরা, উক্যেনু মারমা, মংরি মারমা প্রমূখ।