মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বাজেট প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগষ্ট সোমবার মহালছড়ি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও লিডারশিপ টু এনসিওর এডইকুয়েপমেন্ট নিউট্রিশন (লীন) প্রকল্পের আওতায় দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মহালছড়ি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. ধনিষ্ঠা চাকমা’র সভাপতিত্বে ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয়ক সুনয়ন চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন লীন প্রকল্পের জেলা ব্যবস্থাপক পঙ্কজ ত্রিপুরা, জেলা সমন্বয়ক আলো প্রিয় চাকমা, জেলা কারিগরি বিষয়ক কর্মকর্তা হ্যাপী দেওয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মঈনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভায়ন চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, উপজেলার তৃণমুল পর্যায়ের জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা মা, শিশু ও কিশোরীদের পুষ্টি সেবা জোরদারকরণ, পুষ্টি বিষয়ে সচেতনতা, পুষ্টি সংক্রান্ত বহুখাত ভিত্তিক সমন্বয় বৃদ্ধি করার লক্ষ্যে বাজেট নির্ধারণ বিষয়ে আলোকপাত করেন।