মিল্টন চাকমা,মহালছড়ি
খাগড়াছড়ির মহালছড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আশ্রয়ন-২ প্রকল্পের’ আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৩৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। আগামী ৯ আগষ্ট বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ের নির্মিত ঘরগুলোর উদ্বোধন করবেন। ২ শতাংশ জমিসহ আধা-পাকা ঘর পেয়ে খুশি ভূমিহীন গৃহহীন পরিবারগুলো। এ ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়েছে অনেক ভূমিহীন ও গৃহহীন বিধবা, নিঃসন্তান নারী, পুরুষ যাদের মাথা গোঁজার ঠাঁই ছিলো না। ২ শতাংশ জমিসহ পাকা ঘর পেয়ে উপকারভোগীগণ অনেক খুশি হয়েছেন। উপকারভোগীদের মধ্যে মুবাছড়ি ইউনিয়নের সিঙিনালা মহামুনি পাড়া গ্রামের উকলা মারমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৃষ্টিকর্তা দীর্ঘদিন বাঁচায়ে রাখুক, আমরা তাঁর জন্য প্রাণ ভরে দোয়া করি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, আগামী ৯ আগষ্ট বুধবার প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের হাতে ২ শতাংশ জমির দলিল, কবুলিয়ত ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের কাজ সর্বোচ্চ গুনমান বজায় রেখে সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসন হতে নিয়মিত মনিটরিং করা হয়েছে। আগামী ৯ আগষ্ট বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে নির্মিত ৩৭টি ঘরের ও উদ্বোধন হবে। ওইদিন একই সঙ্গে উপকারভোগীদের হাতে ২ শতাংশ সেমি আধা-পাকা ঘরের মালিকানাস্বরূপ জমির কবুলিয়ত ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
মহালছড়িতে ৩৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে
খাগড়াছড়ি
2 Mins Read
Previous Articleকাপ্তাই হ্রদে যাত্রীবাহী নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.