খাগড়াছড়ির মহালছড়িতে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। মহালছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত এডভোকেসি সভায় ‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করুন, অপরিকল্পিত গর্ভধারণ রোধ করুন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমার সভাপতিত্বে এ সভার আয়োজন হয়। উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মৃদুল কান্তি ত্রিপুরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চঞ্চল কেতন চাকমা, ক্যায়াংঘাট কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা: অংক্যজাই মারমা, সিএইচটিডিবি এর সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মুকুট চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চঞ্চল কেতন চাকমা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহনের সুফল ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার পদ্ধতি, স্থায়ী পদ্ধতি দীর্ঘমেয়াদী পদ্ধতি, গর্ভকালীন সময়ে করণীয় সম্পর্কে আালোচনা করেন।