বিশেষ প্রতিবেদক, লংগদু
রাঙামাটির লংগদু উপজেলার মাইনিমুখ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ, আলিম ১ম বর্ষের ছবকদান ও আলিম সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাইনিমুখ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌাস আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ।
এতে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান, মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম। এসময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিগণ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ করেন।