লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটির লংগদুতে গত ২৭ মে অগ্নিকান্ডে মাইনীমূখ বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের আর্থিক সহযোগীতা প্রদান করেছে মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। সোমবার সকালে মাইনীমূখ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ আর্থিক সহযোগীতা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লংগদু উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া।
মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, ‘ ব্যবসায়ীদের বিপদের সময় তাদের পাশে যেভাবে সহযোগীতার হাত বাড়িয়েছেন ব্যবসায়ী কল্যান সমিতি তা অত্যন্ত প্রশংসার দাবিদার। আমরা সব সময় দেখি ক্ষতিগ্রস্থরা শুধুমাত্র সরকারি সহযোগীতার জন্য অপেক্ষা করেন। এখানে বাজারের সকল ব্যবসায়ীরা সহযোগীতার হাত বাড়িয়েছেন এটা একটি ভালো উদ্যোগ। আগামীতে যে কোনো বিপদে ব্যবসায়ীরা এভাবেই সবাই মিলে কাজ করলে যে কোনো বড় সমস্যার সমাধান সহজেই করা সম্ভব হবে।
অনুষ্ঠান থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১ ব্যবসায়ী ও ৮জন দোকান মালিককে মোট তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সেলিম, লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, লংগদু ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা সেলিম উদ্দিন, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, সাংবাদিক এখলাস মিঞা খান।