আরমান খান,লংগদু
রাঙামাটির লংগদুতে জুয়া খেলার সময় একটি আবাসিক হোটেল থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) রাতে উপজেলার মাইনীমূখ বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জুয়াড়িদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে লংগদু থানা পুলিশ।
আটক জুয়াড়িরা হলেন উপজেলার মাইনীমূখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে মো. ফোরকান (১৯), কালাপাকুজ্যা ইউনিয়নের দক্ষিন রহমতপুর এলাকার বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে মো. তারা মিয়া (২৫), মাইনীমূখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকার জামালপুর টিলা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদ এর ছেলে মো. রুস্তম আলী (৫০), একই এলাকার মিস্ত্রিটিলা গ্রামের বাসিন্দা মো. শহিদের ছেলে মো. ফারুক হোসেন (৩২), একই এলাকার জামালপুর টিলা গ্রামের বাসিন্দা মৃত মাইন উদ্দিনের ছেলে আমির হোসেন (৩২), একই এলাকার শেখপাড়া গ্রামের বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৯), একই এলাকার মতিনটিলা গ্রামের বাসিন্দা আব্দুল হাই এর ছেলে রফিকুল ইসলাম (৩০), একই এলাকার মিস্ত্রি টিলা গ্রামের বাসিন্দা হযরত আলীর ছেলে রফিকুল ইসলাম (৪১), মো. ওমর আলীর ছেলে জামাল উদ্দিন (২৮) ও হোটেলের ম্যানেজার আনোয়ার হোসেন ছোটন (২০)।
লংগদু থানা পুলিশের করা এজাহারের সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাইনীমূখ বাজারের আরাম বোর্ডিং নামক আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে জুয়া খেলার অপরাধে হোটেলের ম্যানেজারসহ মোট ১০ জনকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার পাঁচ বান্ডেল তাস ও নগদ ১৫৩২০ টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে লংগদু থানা পুলিশের কর্মকর্তা সহকারি পরিদর্শক (এস আই) মশিউর আলম বাদী হয়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সালের ধারা ৩/৪ মোতাবেক এজাহার দায়ের করেন।
এদিকে আটক জুয়াড়িদের বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত আসামীদের জামিন মঞ্জুর করেন বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন জানান, লংগদু থানা এলাকায় জুয়া ও মাদক নির্মুলসহ আইনশৃঙ্খলা রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের ধারাবাহিক অভিযানের ফলে গতকাল (১৬ আগস্ট) ১০ জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয় লংগদু থানা পুলিশের একটি টিম। আটক আসামীদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাইনী বাজারের আরাম বোর্ডিং থেকে ১০ জুয়াড়ি আটক
Previous Articleমহালছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির কর্মশালা
Next Article বন্যার্তদের পাশে বান্দরবান পুলিশ
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.