নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা হাফেজ মুহাম্মদ ইব্রাহিম আল ক্বাদেরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। শুক্রবার রাতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি বেশ কয়েকদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। শনিবার সকাল দশটায় রিজার্ভ বাজার জামে মসজিদে তাঁর নামাজে জানাজা শেষে রাউজান নিজ গ্রামে দাফন করা হয়।
মাওলানা হাফেজ মুহাম্মদ ইব্রাহিম আল ক্বাদেরী রিজার্ভ বাজার জামে মসজিদের সহকারী ইমামের পাশাপাশি তৈয়বিয়া আইডিয়াল স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা শাখার উপদেষ্টা ছিলেন। তাঁর ইন্তেকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়। নিউ রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির সভাপতি হাজী মো. মুছা মাতব্বর হাফেজ মাওলানা মুহাম্মদ ইব্রহিম আল ক্বাদেরীর ইন্তেকালে শোক জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সভাপতি আলহাজ¦ মাওলানা এম এ মুস্তফা হেজাজী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা জসিম উদ্দিন নুরী, জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, তৈয়বিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ মো. আখতার হোসেন চৌধুরী, সুন্নী ওলামা পরিষদের আহবায়ক হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী ও সদস্য সচিব মাওলানা নুরুল আজিম নেতৃবৃন্দ শোক জানান এবং মরহুমের মাগফেরাত কামনা করেন। মরহুম ইব্রাহিম আল ক্বাদেরী রাঙামাটি জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি ও শহিদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার সাবেক পরিচালক মাওলানা মোঃ ইসমাঈল হোসেন মুন্নার পিতা। মাওলানা ইব্রাহিমের ইন্তেকালে রাঙামাটি জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আলহাজ¦ সাব্বির আহমেদ ওসমানী, জেলা যুবসেনা সভাপতি মো. আলী খান, জেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ তানজিলুর রহমান ও শহিদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার সমন্বয়ক মো. মনসুর আলী পৃথক পৃথক বিবৃতিতে শোক জানান এবং মরহুমের মাগফেরাত কামনা করেন।