শ্যামল রুদ্র ও সাগর চক্রবর্তী ॥
খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্ত থেকে ভারতীয় নাগরিক রনি দাসসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের মাটিরাঙা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের কাছে থাকা নগদ টাকাও মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজিবি’র এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
জানা যায়, ২৩ অক্টোবর বুধবার বিকেলে বিজিবি চট্টগ্রাম রিজিয়নের গুইমারা সেক্টরের অধীনস্থ খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর শফিটিলা বিওপির নাঃ সুবেঃ মো. মোশারফ হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে ।
খেদাছড়া ৪০, বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আফিক হাসান এক প্রেস ব্রিফিংয়ে জানান, শফিটিলা বিওপি হতে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার এর আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুরাতন ধর্মরামবাড়ী নামক স্থান হতে জনৈক রনি দাস (৩২), পিতা-ললিত দাস, দক্ষিণ রাজনগর, বেলুনিয়া, দক্ষিণ ত্রিপুরা, ভারতকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের সময় বিজিবি আটক করে। পরবর্তীতে উক্ত ভারতীয় নাগরিক রনি দাসের মোবাইলে রক্ষিত ছবি পর্যালোচনা করে তার নিকট থেকে তার ছবি সম্বলিত ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর পার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড (ঐওঞচউ-৫৬৮৯অ) এর ছবি ও আধার কার্ডের ছবি পাওয়া যায়। এছাড়াও আটককৃত ভারতীয় নাগরিকের নিকট হতে ০২টি মোবাইল ফোন সেট ও বাংলাদেশী নগদ ৪,৬০০ টাকা পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে জানা যায়, ভারতীয় নাগরিক রনি দাস অবৈধভাবে ভারতে প্রত্যাবর্তনের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিলো। এসময় ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগী হিসেবে বাংলাদেশী নাগরিক মো. সাইফুল ইসলাম (২৪), গ্রাম-ছনখোলা পাড়া, পোস্ট-বেলছড়ি, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি কে একটি প্লাটিনা (১০০ সিসি) মোটরসাইকেল, ২ টি মোবাইল সেট এবং নগদ ৭,৮২০- টাকাসহ আটক করা হয়। আটক ব্যক্তিদ্বয়কে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।
মেজর মো. আফিক হাসান জানান, ভবিষ্যতেও বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত আছে।