নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা ||
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা ৪০ প্রকারের ভারতীয় ঔষধ এবং কসমেটিকস উদ্ধার করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন ও মাটিরাঙ্গা থানা । এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের পলাশপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করার সময় পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় ঔষধ এবং কসমেটিকস উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার (টিএ) মো: শেখ দিদারুল আলম এর নেতৃত্বে একটি সি টাইপ টহল এবং মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিমসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময়, মাটিরাঙ্গা পৌরসভা ৪নং ওয়ার্ড পলাশপুর নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ঔষধ এবং কসমেটিকস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ ঔষধ এবং কসমেটিকস মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য অবৈধ পথে নিয়ে আসা রোধে মাটিরাঙ্গা জোন কাজ করে যাচ্ছে। এব্যাপারে সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।