নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে শান্তি পরিবহন কাউন্টারের সামনে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। আটক মো. জাহাঙ্গীর আলম দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিকের নেতৃত্বে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ্র দেবনাথের সঙ্গীয় ফোর্সের পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারে শান্তি পরিবহন কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলমকে কাছে থাকা একটি কালো ব্যাগ ও একটি আপেলের কার্টুন তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।