মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন মোটরসাইকেল চালক মো. ওমর ফারুকের চাঞ্চল্যকর হত্যাকান্ডের ১০ দিন পর হত্যা মামলার প্রধান আসামি মো. ইমরান হোসেন (৩০) কে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমরান হোসেন আমতলী ইউনিয়নের দেওয়ানবাজার ৩নম্বর ওয়ার্ড এলাকার মো: মামুন মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, ওমর ফারুক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নি:) মাসুদ আলম ও এসআই সুমন চন্দ্র নাথ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিভিন্ন তথ্যের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চালক মো: ওমর ফারুক হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান আসামি মো: ইমরান হোসেনকে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, গ্রেফতারের পর নিবিড় জিজ্ঞাসাবাদে মো: ওমর ফারুক হত্যাকান্ডের দায় স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ সময় তার আরো দেয়া তথ্যমতে ফেনীর দাগনভূঁইয়া এলাকা থেকে ফারুক হত্যার পরে নিয়ে যাওয়া এর ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে খাগড়াছড়ি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন থেকে নিখোঁজের চারদিন (৪জুন) পরে মোটরসাইকেল চালক মো: ওমর ফারুক (১৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এদিন নিহতর বাবা মো: হাফিজ উদ্দিন বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেছেন।