নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গুলিবিদ্ধ জোড়া মরদেহ উদ্ধারের ঘটনার ৪৮ ঘন্টা পর অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা রেকর্ড করে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় আলামত হিসেবে আলোপম চাকমার কাছ থেকে পাওয়া কয়েকজনের নাম উল্লেখসহ একটি চিরকুট, মোবাইল এবং অপরজনের কাছ থেকে মানিব্যাগসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করে পরবর্তী করণীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন ওসি।
এর আগে গত বুধবার সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিচাং ঝর্ণা এলাকা সংলগ্ন জার্মপ্লাজম সেন্টার থেকে প্রীতিময় চাকমা ও আলোপম চাকমা নামে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের আশাপশের জুম চাষীরা জার্মপ্লাজমের ভেতরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাশাপাশি দুইটি মরদেহ পড়ে থাকতে দেখলে স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি পুলিশকে খবর দেন। মরদেহের সাথে থাকা পরিচয়পত্র থেকে ঐ দুইজনের নাম ঠিকানা পাওয়া যায়। তাদের একজন জেলা সদরের মধুপুর এলাকার (৪৭) আলোপম চাকমা ও অপরজন দীঘিনালা উপজেলার ইউনিয়নের কৃপাপুর এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করে পুলিশ।
এদিকে, ময়নাতদন্ত শেষে হাসপাতালের হিমঘরে পড়ে থাকা আলোপম চাকমার মরদেহ আত্মীয়-স্বজনরা নিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বেওয়ারিশ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাটিরাঙ্গা পৌরসভার মাধ্যমে শেষ কৃত্য সম্পন্ন করা হয়েছে।