নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে রহমানিয়া বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার ধলিয়া ব্রিজের পাশে অবস্থিত রহমানিয়া বেকারিতে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্য বিক্রি করা একই সাথে মোড়কে পণ্যের তথ্য না থাকায় মাটিরাঙ্গার রহমানিয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১লাখ টাকা অর্থদন্ড করা হয়। একইসাথে ভবিষ্যতে এমন অপরাধ না করতে বেকারির মালিক ও কর্মচারিদের সতর্ক করে দেয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারী ও ফুড সেফটি ইন্সপেক্টর মো: মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এসআই মো. ময়নাল হোসেন অভিযানে উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।