নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপুল পরিমান ভারতীয় সিগারেট ও বিদেশি মদসহ মো: রানা শেখ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। সে খুলনার মোড়লগঞ্জ থানার হোগলা বুনিয়া ইউপির জাকির শেখের ছেলে। বর্তমান ফেনীর রামপুর, জামাল উদ্দিন ছুট্টুর বাড়িতে (সওদাগরবাড়ী ) ভাড়া থাকে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুক্তা ধর এর নির্দেশনা মোতাবেক এসআই সুমন চন্দ্র নাথ ও এএসআই মোঃ কামরুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পুলিশ বক্সের অদূরে শান্তিপরিবহন কাউন্টারের সামনে কলা ও জাম্বুরা ভর্তি পিক আপ (মালবাহি ছোট ট্রাক) তল্লাশি করে ৬৯ বোতল বিদেশিমদ ও ৩৯৪০প্যাকেট ভারতীয় সিগারেট সহ রানা শেখ কে আটক এবং পিক আপ গাড়ি (ফেনী-ন-১১ ০২৮৯) কে জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।
আটককৃত মদ ও সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লক্ষ ৬৭ হাজার টাকা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে রানা শেখ ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, আটককৃত মাদক ব্যাবসায়ী রানা শেখের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানার এসআই সুমন চন্দ্র নাথ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। আটক আসামিকে খাগড়াছড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণসহ যে কোন অপরাধ প্রবণতা রোধে মাটিরাঙ্গা থানা পুলিশ তৎপর রয়েছে।