নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে মাটিরাঙ্গা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পাহাড়ী অঞ্চলে তীব্র শীতের কবলে থাকা দুইশ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর মধ্যে দুইশ‘টি কম্বল মাটিরাঙ্গা পৌরসভায় এবং ৫০টি করে কম্বল প্রত্যন্ত তৈকাতং ও শিশকবাড়ী ক্যাম্প এলাকায় অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। এ সময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান পিএসসি, উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন পিএসসি ছাড়াও এ আয়োজনে পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়ও আর্তমানবতার সেবায় সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা সেনা জোনের ব্যবস্থাপনায় মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় বেলা ১১টার দিকে জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা: সাইফুজ্জামান সায়কের নেতৃত্বে অন্তত ছয় শতাধিক মানুষের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর এ চিকিৎসা সেবা পেয়ে স্বস্তির নিঃশ^াস ফেলেছে দুর্গম পাহাড়ি পল্লী থেকে আসা দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষগুলো।
এ সময় জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান বলেন, একটি দায়িত্বশীল বাহিনী হিসেবে সেনাবাহিনী দেশের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের অসহায় দুস্থ মানুষগুলোর জন্য কাজ করার চেষ্টা করছে। পাহাড়ে শান্তি থাকলেই উন্নয়ন হবে মন্তব্য করে তিনি বলেন, শান্তি-সম্প্রীতি আর উন্নয়ন নিশ্চিত হলেই পাহাড়ের পিছিয়েপড়া দুস্থ মানুষগুলো স্বনির্ভর হবে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।