নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গুইমারা সদর ইউপি একাদশ কে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে মাটিরাঙ্গা পৌরসভা একাদশ।
শান্তি, সম্প্রীতি উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এদিকে, একই দিনে মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে মাটিরাঙ্গা জোনের আওতাধীন নতুনপাড়া এলাকায় ৬৯৭ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে । মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী চিকিৎসা সেবা প্রদান করেন।
তাছাড়া, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ কর্মসূচির আওতায় মাটিরাঙ্গা জোন সদরসহ মাটিরাঙ্গা জোনের অর্ন্তগত সকল ক্যাম্পসমূহের আওতাধীন প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে ৩৫০ টি মশারি বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।