মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক আয়োজিত আর্ত মানবিক সেবার উদ্দেশ্যে দুস্থ অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ২নং পৌর ওয়ার্ডস্থ নতুনপাড়া কারীমিয়া কেরাতুল কুরআন মাদরাসা হেফজখানা ও এতিমখানার দরিদ্র শিক্ষার্থীদের গৃহ নির্মাণের জন্য ১০ বান। মাইরুংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ বান ঢেউটিন এবং অসহায় বিধবা আমেনা বেগম কে ০১ সেট সোলার প্রদান করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান পিএসসি। যার আনুমানিক মূল্য ১লাখ ২০ হাজার টাকা। এছাড়াও, মাটিরাঙ্গা জোনের কর্তৃক নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ক্যামেরুনপাড়ায় ০১টি পানির সাবমারসিবল পাম্প প্রদান করা হয়।
এদিকে, মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে শিশুকবাড়ী আর্মি ক্যাম্পের আওতাধীন গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের মাঝে মাটিরাঙ্গা জোন এই ধরণের মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে।
উক্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শেষে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান পিএসসি, বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সর্বদা সচেষ্ট থাকবে।
বিশেষ মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন পিএসসিসহ জোনের অন্যান্য অফিসারবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমুখ উপস্থিত ছিলেন।