নিজস্ব প্রতিবেদক,মাটিরাঙ্গা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদের একটি চালান উদ্ধার করা হয়েছে। এসময় ১ ব্যক্তিকে আটক এবং ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
শনিবার(২১ অক্টোবর) রাত ১১টার দিকে মাটিরাঙ্গার পৌর পুলিশ বক্সের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। আইয়ুব আলী(৩৫) কক্সবাজারের থানা পাড়ার বাসিন্দা। তিনি খাগড়াছড়ির দীঘিনালায় ভাড়া থাকেন।
জানা যায়, শনিবার রাতে মাটিরাঙ্গার পৌর শহরের পুলিশ বক্সের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাম্বারবিহীন পিকআপ থেকে ১১শ ৫২লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।