“তারুণ্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান বকাউল‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যঅন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক।
মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিটোল মনি চাকমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম ও ভাইস চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন।
এতে অন্যান্যের মধ্যে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আবুল কাশেম, বেলছড়ি ইউনিয়ন পরিষদ সদস্য শারমিন সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: ওমর আলী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।