খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইসলামিক মিশনের ব্যাবস্থাপনায় তিন মাস ব্যাপী সেলাই প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে তবলছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও সেলাই মেশিন বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু।
তবলছড়ি ইসলামিক মিশন এর প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ আল মাসুদ এর পরিচালনায় ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক ডা: মো: জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনের লব্ধ জ্ঞান কাজে লাগানোর পরামর্শ দিয়ে বক্তারা বলেন, সনদ নিয়ে বাড়িতে ফিরে গেলেই হবেনা। এ প্রশিক্ষনকে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। তবেই এ প্রশিক্ষনের স্বার্থকতা আসবে। মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে দীর্ঘ মেয়াদী সেলাই প্রশিক্ষন আয়োজনে ইসলামিক মিশনকে সাধুবাদ জানিয়ে বক্তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান।
পরে দীর্ঘ তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষনে অংশ নিয়ে সফলভাবে সেলাই প্রশিক্ষন সম্পন্ন করায় তিনজন প্রশিক্ষনার্থীকে সেলাই মেশিন প্রদান করা হয়।