নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জোনের আওতাধীন অসহায় হতদরিদ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিম খানায় বিশেষ মানবিক সহায়তার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি। এ সময় মাটিরাঙ্গা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তার মধ্যে পলাশপুর মহিলা এতিমখানায় ৭৫ জন এতিমদের মাঝে ইফতার ও জোনের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে প্রত্যেকটি পরিবারকে ইফতারসামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ ও ১ কেজি তেল বিতরণ করা হয়।
এছাড়াও মোহাম্মদপুর জামে মসজিদে ১টি মাইক, দারুস সুন্নাহ এতিমখানা ও মাদরাসা এবং মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে বিভিন্ন রকমের খেলাধুলা সামগ্রী প্রদান করা হয়।
মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।