নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মাটিরাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলকে ঘিরে স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের উপস্থিতি মিলন মেলায় রূপ নেয়। এসময় প্রেস ক্লাব মিলনায়তনে এক সৌহার্দ্যপূর্ন পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (৫ এপ্রিল) মাটিরাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিসদের সদস্য হিরন জয় ত্রিপুরা।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা বলেন, মাটিরাঙ্গায় সরকারী উন্নয়ন কর্মকান্ড জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের অবদান অনস্বিকার্য। সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার মাধ্যমে ইতিবাচক সাংবাদিকতার চর্চা করতে হবে। ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভাবমুর্তি রক্ষায় কাজ করতে হবে।
ইফতার মাহফিলে আবাসিক প্রকৌশলী যত্নমানিক চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, মাটিরাঙ্গা সাংবাদিক ফোরামেন সভাপতি মো. আলী হোসেন, যুব রেডক্রিসেন্টের দলনেতা মো. আব্দুল মালেক, সামাজিক সংগঠন বন্ধু জুনিয়রের সভাপতি মো. মামুনুর রশীদ মামুন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল ও যুগ্মসম্পাদক সাগর চক্রবর্তী কমল ছাড়াও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গায় ইতিবাচক সাংবাদিকতাকে এগিয়ে নিতে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সদস্য সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রেস ক্লাব সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে মুলধারার সাংবাদিকতাকে এগিয়ে নিতে কাজ করছে।
ইফতার মহাফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. হারুনুর রশীদ আজিজী।