নিজস্ব প্রতিবেদক মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরো ১৪ জনকে অবৈধভাবে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোর রাতে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের আম বাগান সীমান্ত এলাকা দিয়ে এদের পুশইন করার পর এসব নাগরিকদের আটক করে বিজিবি।
আটককৃতরা ২৩ বিজিবি যামিনী পাড়া ব্যাটালিয়নের আওতাধীন মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন।
অনুপ্রবেশকারীরা জানান, তারা ভারতের হরিয়ানা রাজ্যে ইট ভাটায় কাজ করতেন। সেখান থেকে আটক করে বিমানে করে তাদের ত্রিপুরার আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে জোরপুর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলন, শুক্রবার ভোরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ।
উল্লেখ্য, চলতি মাসে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এনিয়ে ১১৮জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত। এদের সবাই বাংলাভাষী মুসলমান।