সাগর চক্রবর্তী কমল, মাটিরাঙ্গা ॥
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা সেনা জোনকে সাজানো হয় বর্ণিল সাজে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা জোন সদরের সুসজ্জিত প্যান্ডেলে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী‘র কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অঙ্গনে ৪৯ বছর বয়সী ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অর্জন অনেক বেশি। এ ইউনিট পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের মুলোৎপাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সৈনিকদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করারও আহবান জানান।
অনুষ্ঠানে শুরুতেই ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান পিএসসি, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো: আব্দুল মোওাকিম, যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল সৈয়দ পারভেজ মোস্তাফা, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল মো: তাজুল ইসলাম, পলাশপুর জোন অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, রামগড় জোন অধিনায়ক লে: কর্নেল সৈয়দ ইমাম হোসেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: মনজুর আলম, মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমিন হালদার, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৗফিকুল ইসলাম, ছাড়াও এ আয়োজনে পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সকল সৈনিকবৃন্দ অংশগ্রহণ করে।
এর আগে আমন্ত্রিত সামরিক-বেসামরিক অতিথিগণ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান পিএসসি’র হাতে ফুল ও উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানান।