নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বান্দরবানে জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে সদরের মধ্যম পাড়া মারমা বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে আজ মানবাধিকার দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে, তবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে পুরো বাংলাদেশের জনগণ। বিগত ১৫ বছরের বিচার বহির্ভূত যে সমস্ত হত্যাকান্ড হয়েছে তা বিচারের আওতায় আনা, এই পর্যন্ত বিনা কারণে যাদের গুম করা হয়েছে, তাদেরকে পরিবারের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া, দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করা, নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানসহ দেশের বিভিন্ন নেতাকর্মীদেরও দায়ের করা মামলা প্রত্যাহার ও মিথ্যা মামলার সাজা বাতিল করতে হবে।
মানববন্ধনে এসময় বান্দরবান জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং, সহ-সভাপতি লুসাই মং মারমা, সদর পৌর বিএনপির আহŸায়ক নুরুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট উম্যাসিং, কৃষক দলের সভাপতি অংজ মারমা, সাধারণ সম্পাদক নুরুল কবিরসহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।