নিজস্ব প্রতিবেদক, মানিকছড়ি
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের ২য় ধাপে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০টি আশ্রয়ণ কেন্দ্রে ১০০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করা হয়। এ সময় ইউএনও সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে উপজেলার চারটি ইউনিয়নে প্রথম পর্যায়ে ১৮৮ পরিবার, ২য় পর্যায়ে ৪১২ পরিবার ৩য় পর্যায়ে ১২২ পরিবার ৪র্থ পর্যায়ে ৩৪০ পরিবার এবং ৫ম পর্যায়ের প্রথম ধাপে ১৭০ ২য় ধাপে ১০০ পরিবারকে আশ্রয়ণে ঠাঁই দেওয়া হয়েছে।
আগামী ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য জেলা, উপজেলার ন্যায় মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নের ১০ টি আশ্রয়ণ কেন্দ্রে ১০০টি ঘর উদ্বোধন করবেন। তিনি আরও জানান, ১০০ টি ঘরের মধ্যে মানিকছড়ি ইউনিয়নে একক ৯টি, আশ্রয়ণে ১০ টি, বাটনাতলী ইউনিয়নের ২টি আশ্রয়ণে ২০ টি, যোগ্যাছোলা ইউনিয়নের ৩টি আশ্রয়ণে ৩০ টি এবং তিনটহরী ইউনিয়নের ৩টি আশ্রয়ণে ৩১টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে।