নিজস্ব প্রতিবেদক, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬০ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩০জনকে চারা, সার ও কীটনাশক এবং বাগান সৃজন ও পরিচর্যায় নগদ অর্থ বিতরণ ও অপর ৩০ জনকে কাজুবাদাম ও কফি চাষ উদ্বুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে কাজুবাদাম ও কফি চাষে রোববার কৃষি অফিস মিলনায়তনে ৬০কৃষক নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩০ জনের মাঝে চারা, ওষধ ও কীটনাশক দেওয়া হয়। অপর ৩০ জনকে উদ্ভুদ্ধকরণে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
প্রশিক্ষণ শেষে কফি চাষে প্রতি কৃষককে দেওয়া হয়েছে বার্মি কম্পোস্ট ১৬০ কেজি, ইউরিয়া ৩৫ কেজি, টিএসসি ২৫ কেজি, এমওপি ২৫, জিপসাম ২০ কেজি এবং বালাই নাশক হিসেবে কট, ডিপার, এমপুজিম, একামাইট এবং বাগান পরিচর্চা ও শ্রমিক বাবদ সাড়ে ১৭শ টাকা। আর কাজুবাদাম চাষে প্রতি কৃষক বার্মি কম্পোস্ট ২০০ কেজি, ইউরিয়া ৭৫ কেজি, টিএসসি ৩৫ কেজি, এমওপি ৩৫ কেজি, জিপ সাম ২০ কেজি এবং বালাই নাশক হিসেবে কট, ডিপার, এমপুজিম, একামাইট এবং বাগান পরিচর্যা ও শ্রমিক বাবদ সাড়ে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার। প্রশিক্ষক ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বাছিরুল আলম।