দুই ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন এবং বিপুল চাকমাসহ চার ছাত্র-যুব নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী ১১ ফেব্রæয়ারি খাগড়াছড়ি জেলায় ছাত্র ধর্মঘট সমর্থনে মানিকছড়েতে প্রচারণা মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদের চার উপজেলা শাখার নেতৃবৃন্দ। উপজেলা কমিটিগুলো হচ্ছে মানিকছড়ি, রামগড়, গুইমারা ও মাটিরাঙ্গা।
মঙ্গলবার সকালে প্রচারণা মিছিলটি মানিকছড়ি কলেজের ধর্মঘট এলাকা থেকে শুরু হয়ে মানিকছড়ি উপজেলার টাউনহল প্রদক্ষিণ করে ধর্মঘরে এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক প্রাঞ্জল চাকমা, মাটিরাঙ্গা উপজেলা শাখা সভাপতি অনিমেষ চাকমা, মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা ও হিল উইমেন্স ফেডারেশন লক্ষীছড়ি উপজেলার সাধারণ সম্পাদক এলি চাকমা বক্তব্য রাখেন।(বিজ্ঞপ্তি)