নিজস্ব প্রতিবেদক,মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার রাতে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে গোপন সূত্রের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযানে বের হয়ে গোপন সূত্রে উপজেলার সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পাঞ্জারামপাড়ার মৃত মো. আব্বাস মিয়ার পুত্র মো. ইউনুছ ওরফে ইনু এর বসতঘরে রক্ষিত ৭৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ৭৫০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) সহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।