নিজস্ব প্রতিবেদক, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার’মারমা উন্নয়ন সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নিংপ্রু মারমাকে সভাপতি, সাচিংপ্রু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও অংথোয়াই মারমা রাজুকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ২১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার সকাল ১০টায় উপজেলা মারমা উন্নয়ন সংসদে এই সম্মেলন আয়োজন করা হয়।
সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা সঞ্চালনায় ও সভাপতি মংশেপ্রু মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা চাইথোয়াইঅং মারমা। উদ্বোধক ছিলেন মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মংনু মারমা। অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মংক্যচিং চৌধুরী, মাউস কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা, মানিকছড়ি উপজেলা কার্বারী এসোসিয়েশন সভাপতি ক্যজাই মারমা ও যোগ্যছোলা ইউনিয়ন আঞ্চলিক কমিটি সভাপতি ও ইউপি সদস্য অংশেপ্রু মারমা।
মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠিত ২য় অধিবেশনে নিংপ্রু মারমাকে সভাপতি, সাচিংপ্রু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও অংথোয়াই মারমা রাজুকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ২১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।