মিন্টু মারমা, মানিকছড়ি
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তি এবং মেধাবী, গরীব,অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ৭৮হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে ও খাগড়াছড়ি জেলা সমাজ সেবার উপপরিচালক মো. জসিম উদ্দীনের স্বাগত বক্তব্যে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উপজেলার ১৮০ জন গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তি এবং ১৫৯ জন মেধাবী, গরীব,অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ২০০০ টাকা হারে অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার বৈশ্বিক মহামারী ও দেশের অর্থনৈতিক সংকটেও দেশের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভুলে যায়নি। সুতরাং আমরা আশা করি আপনারাও আওয়ামীলীগ সরকারকে ভুলে যাবেন না।
সভাপতি রক্তিম চৌধুরী বলেন, সমাজে কেউই এখন আর অবহেলিত নয়। গরীব, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের কথা চিন্তা করে তাঁদের পাশে সহায়তার হাত বাড়িয়েছে সরকার। পরে অতিথিরা ১৮০ জন অসহায় ব্যক্তি ও ১৫৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ২০০০ টাকা হারে মোট ৬লাখ ৭৮ হাজার টাকার অনুদান বিতরণ করেন।