নিজস্ব প্রতিবেদক, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের সংরক্ষিত সদস্য বিধবা পারভীন আক্তার কুঁড়ে ঘরে মানবেতর জীবনযাপনের খবরে এগিয়ে এসেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বুধবার বিকেলে জেলা প্রশাসকের নিজস্ব অর্থায়নে তিন কক্ষ ও টিনের ছাউনি বিশিষ্ট ঘরের নির্মাণ কাজ স্বচোখে দেখতে যান জেলা প্রশাসক ও তাঁর সফরসঙ্গীরা।
এ সময় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, সম্প্রতি পত্রপত্রিকায় একজন নারী ইউপি সদস্যের দুর্বিষহ ও অমানবিক জীবনযাপনের বিষয়টি জানতে পেরে তিন কক্ষ ও টিনসেড বিশিষ্ট একটি ঘর করার সিদ্ধান্ত গ্রহণ করি। ঘরের কাজ দেখে একটু স্বস্তি পেলাম।
ঘর পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে স্বস্তির নিঃশ্বাস নিয়ে পারভীন আক্তার বলেন, জীবনে কল্পনাও করিনি ইট, সিমেন্টের গাঁথুনি ও টিনের ছাউনি বেষ্টিত ঘরে একমাত্র স্কুলপড়ুয়া পুত্র নিয়ে উঠতে পারব। সবই হয়েছে ইউএনও ও ডিসি মহোদয়ের প্রচেষ্টায়। আল্লাহ তাদের ভালো রাখুক, মঙ্গল করুক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি) রুম্পা ঘোষ, ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিমসহ জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।