খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের উদ্যেগে মঙ্গলবার এয়াতলং পাড়ায় পুকুর পুন:খনন কাজের উদ্ভোধন করা হয়েছে।
এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা।
উদ্বোধন কালে কারিতাসের মাঠ সহায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা মো:সোলায়মানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রাম প্রধান মং মং কার্বারী, পুকুর পুন:খনন সমিতির সভাপতি চিংথোয়াইমং মারমা,উচামং মারমা প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, দিন দিন জনসংখ্যা বাড়ছে সে অনুপাতে জায়গা জমি বাড়ছে না। তাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে অল্প জায়গায় মৎস্য উৎপাদন সম্ভব।তিনি আর ও বলেন একজন মানুষের দৈনিক ৫৪ গ্রাম মৎস্য আমিষের প্রয়োজন সে অনুপাতে আমরা তা ভোগ করতে পারছি না। মানিকছড়ি উপজেলায় জরিপের মাধ্যমে দেখেন যে, প্রায় ৯০০০(নয়) হাজার মেট্রিক টন মাছের চাহিদা ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরনের সবাইকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষের এগিয়ে আসার আহব্বান জানান।