মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকায় পাহাড়ী-বাঙালি হতদরিদ্রদের মাঝে ছাগল ও শুকর পালনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাটনাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাগল ও শুকর পালনের ৬৮ জনের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন,উপজেলা প্রাণি সম্পদ ডি.এফ.এ.মো: ইব্রাহিম খলিল, এফ.এ.আই.কনিষ্ক চাকমা,জন সাস্থ্যপ্রকৌশলী অফিসার আনসার আলী, এ.এইচ.আর.ডিটি.মো: আসাদুল ইসলাম,বাংলাদেশ এনজিও ফউন্ডেশন(বিএনএফ) অর্থায়নে, এ.এইচ.আর.ডিটি বাস্তবায়নে প্রশিক্ষন সম্পন্ন করেন।