নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসায় বিদায় জানালো হলো কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুমন দে’কে। বদলিজনিত কারণে বুধবার বিকেল ৪ টায় হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সম্মিলিত বিদায় উদযাপন পরিষদ ইউএনও এর বিদায় সংবর্ধনা আয়োজন করেন।
এসময় বক্তারা বলেন, বিদায়ী ইউএনও রুমন দে সততা ও দক্ষতার সাথে উপজেলা প্রশাসনের কার্যক্রমকে পরিচালনা করে আসছেন। তিনি সকলের সাথে আন্তরিকভাবে মিশেছেন।
বিদায় সংবর্ধনা উদযাপন পরিষদের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মারজান হোসেন, চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ও উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ডা. প্রবীর খিয়াং, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক ও উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদায় সংবর্ধনা উদযাপন পরিষদের সদস্য সচিব ও কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদ রাঙামাটি জেলার আহবায়ক ও বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।