বাঘাইছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামে সুফিবাদী ইসলামি শিক্ষা-সাংস্কৃতি বিস্তারের প্রতিকৃত, উপমহাদেশের আধ্যাত্মিক সূফী সাধক, যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী শায়খ সৈয়দ মাওলানা নুর মোহাম্মদ(রহ.) প্রকাশ- মারিশ্যা বড় হুজুর কেবলার ২৩ তম ওফাত বার্ষিক ওরছ মোবারক সম্পন্ন হয়েছে।
সোমবার(২৩ অক্টোবর) ৭ই রবিউসসানী-১৪৪৫ হিজরী মোতাবেক বটতলী দরবার শরীফের উদ্যোগে বাদে ফজর খতমে কুরআন,বাদে যোহর খতমে গাউছিয়া আলিয়া ও শিফা ,বাদে আছর হামদ-নাতে রাসূল(দ.),বাদে মাগরিব মিলাদ-মাহফিল,দোয়া-মুনাজাত ও তাবরূক বিতরণ কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠিত আজিমুশশান নুরানী মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের পীরজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর শাহ সাহেব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জনাব মুহাম্মদ জমির হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আবদুল কাইয়ুম,রাঙামাটি বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুল কাদের চৌধুরীসহ আরো অনেকে।
এতে উপস্থিত থেকে কুরআন-সুন্নাহের আলোকে বয়ান করেন ঢাকা থেকে আগত জাতীয় টেলিভিশনের ইসলামি আলোচক মাওলানা আসাদুল্লাহ আলকাদেরী,চট্টগ্রাম বায়জিদ ফকির পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ উদ্দিন নুরী, কাচালং বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কাউছার উদ্দিন নুরী,উগলছড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আত্তারী,বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা বশির উদ্দিন আনছারী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কাচালং দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোজাম্মেল হক নুরী,বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান,দুরছড়ি জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মুহাম্মদ দৌলত আমিন,সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মাহমুদুল হাসান,স্বর্ণটিলা জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা ইউনুছ সাহেব,সিঙ্গিনালা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রবিউল হোসেন, পশ্চিম লাইল্যাঘোনা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জালাল উদ্দিন,হাফেজ আহমদ আলী,হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিনসহ আরো অনেকে।
শেষে দেশ-জাতির সুখসমৃদ্ধি ও ফিলিস্তিনসহ নির্যাতিত সারা মুসলিম জাহানের জন্য বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।