পল্লব নাথ
প্রিয় ‘মা’
আজ আমি দিশেহারা, আজ আমি অসহায়, আজ আমি ভালো নাই তোমাকে ছাড়া। দীর্ঘ ২২টা বছর তোমাকে ছাড়া মা। নাই কোন স্মৃতি, তোমার চেহেরাটাও মনে নেই, আমার মত হত ভাগা আর কেউ নাই এই দুনিয়াতে। আমার আর্তনাদ চিৎকার করে কেঁদে ওঠে। কেন তোমার সাথে কোন স্মৃতি নেই, কেন তোমার চেহেরা মনে নাই, এইভাবে ফেলে চলে গেলে। ছোট থাকতে কখনও মা জিনিসটা বুঝিনি, এখন প্রতি সময়ে হারে হারে বুঝতেছি, সবাই যখন মা কে নিয়ে ছবি দেয় তখন আমার অনেক অনেক কষ্ট হয়, আমার মনে অনেক প্রশ্ন জাগে, আজ যদি আমার মা থাকত আমার মাঝে, আমার মত সুখী কখনও কেউও হত না, ছোট থেকে মা ডাকা ডাকটি ও বলতে পারি নাই, আজ আমায় খুব ভাবায় আর কাঁদায়, কিছু মানুষ অতীত ছেড়ে আসতে পারে না, কিছু মানুষের খুব অতীত সুখের হয় না, অতীতের সাথে করে হাসিমুখে পাড়ি দিতে হয় অনেক পথ, অতীতের সাথে বর্তমান ও পোড়ায়, ভগবানের কাছে প্রার্থনা করি, আমার মতন আর কারো মা’কে এইভাবে নিয়ে যেও না, এটার মত খুব কষ্ট যন্ত্রণাদায়ক আর নেই, মা যেখানে থাক না কেনো সুখে শান্তিতে থাকিও ভগবানের কাছে প্রার্থনা করি। মা দিবসে সকল মা কে জানাই হাজারো প্রণাম। পৃথিবীর সকলের মা সুখে শান্তি তে থাকুক এই প্রার্থনা করি।
মা মিস ইউ,অনেক অনেক অনেক মিস করি।