কাউখালী প্রতিনিধি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সহযোগিতা ও অর্থায়নে মা মাছ তৈরিতে কাউখালী মৎস্য বীজ উৎপাদন খামারে হালদা নদীর কার্প জাতীয় মাছের পোনা মজুদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাঙ্গীপাড়াস্থ কাউখালী মিনি মৎস্য হ্যাচারীর নাসারী পুকুরে রুই, কাতাল, মৃগেল ও কালিবাউস জাতের প্রায় ষোলশ মাছের পোনা অবমুক্তকরণের মধ্যমে এসব মাছের পোনা মজুদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুল্লা আল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া, মৎস্য বীজ উৎপাদন খামারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খামার ব্যবস্থাপক শেখ মো. এরশাদ মিন শহীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, ক্ষেত্র সহকারী প্রদীপ কুমার দে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুল্লা আল হাসান বলেন- গুণগত মান সম্পন্ন ব্রæড মাছ (মা মাছ) তৈরি করে মা মাছ থেকে গুণগত রেনু ও পোনা মাছ তৈরীর মাধ্যমে রাঙামাটি জেলার মৎস্য চাষীদের কাছে মাছের পোনা পৌঁছানোর মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা।