সৌপ্তিক সায়র সৌম্য, ক্লাশ-৮
একটি মাত্র শব্দ ‘মা’ কিন্তু ক্ষমতা যেন হাজারো শব্দের বেশি। ‘মা’ শব্দটির মধ্যেই যেন জাদু লুকিয়ে আছে। অন্য কোনা শব্দে মনে হয় না আছে সেই ম্যাজিকাল পাওয়ার। জীবনের সমস্ত দুঃখ কষ্ট মোচনের সবচেয়ে বড় আশ্রয় হলো মায়ের আঁচল।
জীবনের শৈশবে অক্ষরের সাথে প্রথম পরিচয় হয় মায়ের হাত ধরে। জীবনের কোন দুঃখই আজ আমাকে বিচলিত করতে পারবে না, বরং সেই দুঃখ কে অস্ত্র বানিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাও মা শিখিয়েছে। অন্যায় দেখলে তা সহ্য না করে কিভাবে প্রতিবাদ করতে হয়, তাও মা শিখিয়েছে।
আমার জীবন মা ছাড়া অন্ধকার। মা আমার চলার পথ দেখিয়েছে। এই জীবনের অন্ধকার এবড়ো-থেবড়ো চলার পথে মা আলো জ্বালিয়েছে। মায়ের দেওয়া শিক্ষা পেয়ে আমি পূর্ণ হয়েছি। যদিও এখনো অনেক কিছু শেখার বাকি রয়েছে মায়ের কাছ থেকে। ভালোবাসি মা কে অনেক অনেক।