জিয়াউল জিয়া
নিরপাদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে রাঙামাটিতে। বুধবার দুপুরে শহেরর মিষ্টির দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য অধিদপ্তর জেলা কর্মকর্তা মোন্তাছির মাহমুদ, রাঙামাটি পৌরসভার স্যানিটারি অফিসার ফিরোজ আল মাহমুদ, জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি অফিসার মো. সালাউদ্দিন।
এসময় সিজল, বনফুল ও ফুলকলি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। সিজল থেকে কয়েকদিনে বাসী মিষ্টি পাওয়া যায় এবং সেগুলো ফেলা দেয়া হয়।
এসময় জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মোন্তাছির মাহমুদ বলেন, কয়েকদিন ধরে মিষ্টির দোকানগুলো থেকে পঁচা ও বাসী মিষ্টির অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করি। এবং অভিযোগের সত্যতাও পেয়েছি। সবাইকে আজ সতর্ক করা হয়েছে এবং কিছু নির্দেশনা দেয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে পরিবর্তন দেয়া না গেলে আর্থিক জরিমানা আওতায় আনা হবে।