বাঘাইছড়ি প্রতিনিধি
বাঘাইছড়ি পৌরসভার মধ্যে কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করলে মৃত ব্যক্তির পরিবারকে দুই হাজার টাকা প্রণোদনা দেয়া হচ্ছে। মঙ্গলবার বাঘাইছড়ি পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভায় প্রণোদনা প্রদানের ঘোষণা দেন পৌর মেয়র জমির হোসেন।
পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র জমির হোসেন এর সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে সহকারী কমিশনার ভূমি মাহাফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মারিশ্যা ইউপি চেয়ারম্যান আপন চাকমা উপস্থিত ছিলেন। পৌরসভার কার্য্যসহকারী আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র ত্রিদিব দাশ ও উপ সহকারী প্রকৌশলী অরিন্দম চাকমা।
সভায় বক্তারা জন্ম নিবন্ধন নিশ্চিত করণের পাশাপাশি মৃত্যু নিবন্ধন করার ব্যাপারে জনগণকে উৎসাহী করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় পৌরসভার পক্ষ থেকে সাত মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন প্রদান করা হয় মৃত ব্যক্তির পরিবারদের প্রণোদনা স্বরুপ দুই হাজার টাকা করে প্রদান করা হয়।