রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী মেডিকেল কলেজের ক্লাশ রাঙামাটিতেই শুরু হচ্ছে। এর ফলে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা কোটা অনুযায়ী যেমন ডাক্তারি পড়তে সুযোগ সুবিধা ভোগ করবে, তেমনি স্বাস্থ্য সেবারও মানোন্নয়ন হবে। রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, বৃষকেতু চাকমা, শামীম রশীদ, নির্বাহী ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী (ভাঃ) পরাক্রম চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য বিভাগের বিষয়ে সিভিল সার্জন ডাঃ ¯েœহ কান্তি চাকমা জানান, রাঙামাটি জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকা জুড়ে যেসব অবৈধ দখলদার বসবাস করছে তাদের তালিকা প্রণয়ন করে উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসনের নেতৃত্বে কমিটির মাধ্যমে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জানান, মন্ত্রণালয় হতে অর্থ বরাদ্দ হলে রাঙামাটি জেনারেল হাসপাতালের বিভিন্ন সংস্কার কাজ করা হবে। এছাড়া জেলার ৪২টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজের মধ্যে ৬টি নির্মাণ শেষে হস্তান্তর করা হয়েছে বাকিগুলোর কাজ চলছে।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধি জানান, শহরের তবলছড়ি ও বনরূপা এলাকার বিভিন্ন জায়গায় লিকেজ পানির পাইপ মেরামত করা হয়েছে। অন্যান্য এলাকার লিকেজগুলো মেরামত করা হবে।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জানান, আগামী ১ এপ্রিল থেকে রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ে তিন দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়েছে।