হেফাজত সবুজ ॥
রাঙামাটি মেডিকেল কলেজের এমবিবিএস ৯ম ব্যাচের শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে অস্থায়ী ক্যাম্পাসের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়–য়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সিভির সার্জন ডা. নীহার রাঞ্জন নন্দী। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সঞ্জীব কুমার পুরোহিত, সহযোগী অধ্যাপক ডা. মনোজ কুমার বড়–য়া, ডা. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ইশরাত জাহান প্রমুখ।
পরিচিত সভায় বক্তারা বলেন, তোমরা আজ নবীন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি আশা করি যে আশা নিয়ে মেডিকেলে ভর্তি হয়েছে সেই সুনাম ধরে রাখবে। শিক্ষা জীবন শেষে মানুষের জন্য কাজ করার প্রচেষ্টা নিয়ে শিক্ষা জীবন শেষ করবে। নবীন শিক্ষার্থী বলেন, আজ আমরা সত্যিই আনন্দিত এরকম একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে। ভবিষ্যতে শিক্ষকদের নিয়ম কানুন মেনে চলার অঙ্গীকার করেন। একই সাথে কলেজের সুনাম ধরে রাখার কথার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।