ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা হতে ১৩ জন পুরুষ এবং ০২ জন নারী প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের তত্ত¡াবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ খ্রি. এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্তি¡ক ও মৌখিক পরীক্ষা নিউ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। মনস্তাত্তি¡ক ও মৌখিক পরীক্ষা শেষে টিআরসি নিয়োগ জানুয়ারি-২০২৪ খ্রি. এ পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্তি¡ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৫ প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়।
প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। এসময় কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় মনস্তাত্তি¡ক ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে নির্বাচিত প্রার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
এসময় নির্বাচিত প্রার্থীরা বলেন, আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। আইজিপি মহোদয় এবং রঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয় অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ হওয়ায় মেধা ও যোগ্যতার মূলায়নের ভিত্তিতে আমাদের নির্বাচিত করেছেন। তাই আমরা সকলকে আমাদের অন্তরের অন্ত:স্থল থেকে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়।
পুলিশ সুপার বলেন, আপনারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। রাঙামাটি পার্বত্য জেলায় সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে ও বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম মহোদয়ের কঠোর দিক নির্দেশনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ জানুয়ারি-২০২৪ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চুড়ান্ত ভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।
এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।