শংকর হোড়
রাঙামাটিতে সহিংসতার আগুনে পুড়ে পাওয়া বেসরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। গতকাল দুপুরের পর থেকেই পুড়ে যাওয়া ক্যাবল মেরামতের কাজ শুরু করেন শহরের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা। তবে এখন পর্যন্ত শহরের কিছু জায়গায় কার্যক্রম শুরু করা যায়নি বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদানকারী কয়েকটি প্রতিষ্ঠান।
শহরের হ্যাপির মোড় এলাকায় ইয়েস ডট নেটের ক্যাবল সংস্কারের দায়িত্বে থাকা উইপন চাকমা বলেন, গতকাল আগুনে পুড়ে যাওয়া ক্যাবল সরিয়ে নতুন ক্যাবল দিয়ে সংযোগের কাজ চলছে। যেখানে ক্যাবল ছিঁড়ে গেছে, সেখানেও মেরামতের কাজ চলছে। সকাল থেকে শহরের বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়ি এলাকায় সংযোগ সচল হয়েছে। তবে এখনো চম্পকনগর এলাকায় সংযোগ দেওয়া যায়নি। তবে কাজ চলছে; আশা করি আজকের মধ্যে সব লাইন ঠিক হয়ে আসবে।
ফাস্ট এন্ড ফাস্ট কোম্পানির দায়িত্ব থাকা কাজল বলেন, ইতোমধ্যে আমাদের লাইন মোটামুটি ঠিক হয়ে এসেছে। আজকের মধ্যে সব লাইন সচল করা সম্ভব হবে।
বনরূপা এলাকায় দিগন্ত ডট নেটের কাজে যুক্ত এক কর্মচারী বলেন, তাদের লাইনের কাজ ৯০ ভাগ শেষ হয়েছে। আজকের মধ্যে লাইন পুরোপুরি সচল হয়ে আসবে।
প্রসঙ্গত, শুক্রবার রাঙামাটিতে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এসময় আগুনে পুড়ে যায় কয়েকটি দোকানপাট। এ সময় পুড়ে যায় ইন্টারনেটের ক্যাবল। ফলে গতকাল থেকে কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট অচল হয়ে পড়ে। তবে এ সময় মোবাইল নেটওয়ার্ক সচল ছিল। শহরে প্রায় ২০টি কোম্পানি প্রায় ১২ হাজার গ্রাহককে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে আসছে।