বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের উদ্যোগে বান্দরবানের প্রাচিনতম মেস্কি খালের দেড় কিলোমিটার ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান জেলাসহ চৌদ্দটি জেলার ৬শ স্বেচ্ছাসেবক এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়ক এসডিজি মো. আখতার হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, বিডিক্লিন বান্দরবানের সমন্বয়ক আবু বক্কর সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বিডিক্লিনের জেলা সমন্বয়ক আবু বক্কর সিদ্দিকী বলেন, জেলা শহরের সবচেয়ে প্রাচীনতম মেস্কিছড়া খাল বান্দরবান পৌরবাসীর জলাবদ্ধতা ও ড্রেনেজ পানি নিষ্কাশনের প্রধান খালে পরিণত হয়েছে। স্থানীয় পৌরসভা ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ময়লা আবর্জনায় পরিপূর্ণ খালটি পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন। জনসচেতনতা বাড়াতে ১৪টি জেলার ৬শ স্বেচ্ছাসেবক একদিনের চেষ্টায় খালটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছে। স্থানীয় বাসিন্দাদের নিজের আঙ্গিনা ও আশপাশের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রত্যয় ব্যক্তি করেন বিডিক্লিন।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা মানুষের নৈতিক দায়িত্ব। ময়লা আবর্জনায় পরিপূর্ণ জেলা শহরের প্রধান খালটি পরিষ্কার পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের এমন উদ্যোগ প্রশংসনীয়। ১৪টি জেলার ৬শ স্বেচ্ছাসেবক একদিনে খালটি পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষ চমকে দিয়েছেন। এ ধারা আগামীতে পৌরবাসীদের সাথে নিয়ে প্রশাসন অব্যাহত রাখবে।