অনুপম মারমা, থানচি
বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেছেন, পাহাড়ে ম্যালেরিয়া নির্মূলের জন্য কাজ করছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এনজিও সংস্থা ব্র্যাক নিরলসভাবে সহযোগিতা করছে।
এই লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে বিনামূল্যে কীটনাশকযুক্ত মশারি বিতরণ, গণসচেতনতা জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। এছাড়াও বিনামূল্যে ম্যালেরিয়া রোগিদের পরীক্ষা, ঔষুধ সরবরাহ করে আসছে। বর্তমান সরকারের টার্গেট বাস্তবায়নের ২০৩০ সালে নির্মূল হবে আশা করেন তিনি। রবিবার ০৯ জুন সকালের স্থানীয় মেঘবর্তী রিসোর্ট সেন্টার কনভেশন হলে মাল্টি-স্টেকহোল্ডার সমন্বয় সভা উপরোক্ত কথা বলেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এর যৌথ আয়োজনের ম্যালেরিয়া নির্মূল প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে স্থানীয় স্বাস্থ্য ও প্রশাসনিক কর্তৃপক্ষের সাথে মত বিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠানের স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, উপজেলার ব্র্যাক কার্যালয়ের প্রকল্পের ম্যানেজার প্রিয় লাল চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্স’র পরিসংখ্যা কর্মকর্তা পঙ্কজ কুমার বড়ুয়া বক্তব্য রাখেন। এ সময় প্রায় ৩০টি পাড়ার প্রধান (কার্বারি) হেডম্যান, বিভিন্ন হোস্টেলের শিক্ষক/ শিক্ষিকারা অংশ নেন।