আলীকদম প্রতিনিধি ।।
বান্দরবানের আলীকদম উপজেলায় জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে, লে. কর্নেল মোঃ সাব্বির হাসান পিএসসি, (৩১বীর অধিনায়ক) নেতৃত্বে পার্বত্য অঞ্চলে শান্তির সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে মুরুং জনগোষ্ঠীর লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দিক নির্দেশনা প্রদান করেন। বৃহস্পতিবার সকালে উক্ত শুভেচ্ছা বিনিময় ও দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠিত হয়।
জোন কমান্ডার বলেন- ইদানিং দেখা যাচ্ছে যে, মায়ানমার থেকে অবৈধভাবে গরু পাচার, ইয়াবা, বিদেশি মদ, গাঁজা ও সিগারেটসহ বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশ নিয়ে আসছে । যা দেশের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এতে সামাজিক শিষ্টাচার এবং পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছে ।
তিনি আরো বলেন যে, রাষ্ট্রদ্রোহী কাজ করা যাবে না, এলাকায় কোথাও কোন চোরাকারবারি অথবা মাদকদ্রব্যের অপ্রীতিকর কোনো ঘটনা দেখলে যেন জোনকে অবহিত করবেন।
৪নং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, বর্তমানে যে সরকারি/বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা পাড়ার স্কুলে পড়ায়, তারা কেউ নিয়মিতভাবে স্কুলে যায় না এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করে না। সাংবাদিক হাসান মাহমুদ বলেন, ভাড়ায়চালিত মটর সাইকেল এবং অটোরিকশা নিরাপত্তা জোরদার করতে হবে। পাহাড়ের রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় যেন হেলমেট ব্যবহার করা হয়।
এসময় উপস্থিত ছিলে মেজর মো. শওকাতুল মোনায়েম পিএসসি (৩১ বীর উপ অধিনায়ক), ও মেজর আজিজুল হাকিম প্রিন্স ( জোনাল স্টাফ অফিসার ৩১ বীর)। উপস্থিত মুরং জনগোষ্ঠীর ৬০ জনের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে প্রতি জনকে চিনি ২ কেজি, আটা ২ কেজি, চা পাতা ২৫০ গ্রাম এবং লবণ ১ কেজি শুভেচ্ছা উপহার প্রদান করেন।