জয়নাল আবেদীন,কাউখালী
২৪ জুলাই থেকে সারা দেশের ন্যায় কাউখালীতেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩। মৎস্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বুধবার কাউখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষিদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়।
“নিরাপদ মাছে ভড়বো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ জুলাই থেকে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ চলবে ৩০ জুলাই পর্যন্ত। বুধবার সকালে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ঘুরে ফের উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও শ্রেষ্ঠ ৩জন মৎস্য চাষিকে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ।
উপজেলা মৎস্য দপ্তর এর ক্ষেত্র সহকারী প্রদীপ কুমার দে’র সঞ্চালনায় আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. গাজীউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ উপজেলা মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।